প্রকাশিত: Mon, Dec 19, 2022 6:31 AM
আপডেট: Tue, Apr 29, 2025 6:03 AM

মেসি সর্বকালের সেরা

এল আর বাদল: লিওনেল মেসি বিশ্বকাপ জিতে সর্বকালের সেরা হয়ে থাকলেন। এবারের আসরে গোল করলেন সাতটি। নিজের পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। লুসাইলে ফ্রান্সের বিপক্ষে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছেন তিনি। মাঠে নামার আগে অন্তত ৭টি রেকর্ডের সামনে দাঁড়িয়েছিলেন। খেলতে নেমেই গড়ে ফেললেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। শুধু তাই নয়, গোল করে গড়লেন আরও কয়েকটি রেকর্ড। জার্মানির বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ খেলেছিলেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে জার্মান এই তারকাকে ছুঁয়েছিলেন লিওনেল মেসি। এবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার সাথে সাথেই তার নামের পাশে যোগ হলো ২৬ ম্যাচ। ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে।

শুধু সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় মাঠে খেলার রেকর্ডও এখন মেসির দখলে। ইতালির সাবেক ফুটবল পাওলো মালদিনি বিশ্বকাপে মোট ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন।

ফাইনালের আগে পঞ্চম বিশ্বকাপ খেলতে নামা মেসি ২৫টি ম্যাচে মোট ২ হাজার ১৯৪ মিনিট মাঠে খেলেছিলেন। ফ্রান্সের বিপক্ষে ২৪ মিনিট খেলার পরেই মালদিনির সেই রেকর্ড ছাড়িয়ে একক অবস্থানে চলে গেলেন আর্জেন্টাইন এই তারকা। এছাড়া ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেই পেলের রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তির গোল মোট ১২টি। পেনাল্টি থেকে গোল করার পর মেসিরও গোল সংখ্যা দাঁড়ালো মোট ১২টিতে। পরে আরো একটি গোল করে ১৩ গোল নিয়ে পেলেকে ছাড়িয়ে যান বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সম্পাদনা: সালেহ্্ বিপ্লব